বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। যে কোনও সময় ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের মুখে একেবারে কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা সহ দেশজুড়ে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ঘোষণা তাঁর। শুধু তাই নয়, ভোটের মুখে সারা দেশে ১৩ টি রুটে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সব কিছু ঠিক থাকলে আগামী ১০ মার্চ অর্থাৎ রবিবার এও কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। সে লক্ষ্যেই রেলমন্ত্রক কাজ করছে বলেও জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের মুখে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন হতে পারে। এমনটাই জোর জল্পনা ছিল।
এমনকি বাংলাও একটি বন্দে ভারত পেতে পারে বলেও শোনা যাচ্ছিল। সূত্রের খবর, যে ১৩ টি রুটে দেশের প্রথম সেমি বুলেটের (Vande Bharat Express) উদ্বোধন হবে সেই তালিকায় বাংলার আরও একটি রুট রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা খবর, নিউ জলপাইগুড়ি (এনজেপি)-পাটনা রুটে ছুটতে পারে নয়া একটি বন্দে ভারত। দীর্ঘদিন ধরেই এই রুটে নতুন একটি সেমি বুলেট চালু হতে পারে বলে শোনা যাচ্ছিল।
এবার তা বাস্তবায়িত হতে পারে বলেই খবর। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ভোটের লক্ষ্যে অযোধ্যাকেও স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। আর তাই রামের শহরকে কেন্দ্র করে আরও একটি বন্দে ভারত (Vande Bharat Express) রেলমন্ত্রক চালু করতে পারে বলে খবর।
যার মধ্যে পাটনা-লখনউ রুট আছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এছাড়াও সম্ভাব্য রুটগুলি হল রাঁচি-বারাণসী, লখনউ-দেরাদুন, ভুবনেশ্বর-বিশাখাপত্তনম, পুনে-বরোদা, পুনে-সেকেন্দ্রাবাদ, পুনে-শেগাঁও, মুম্বই-শেগাঁও, মুম্বই-আমেদাবাদ, মুম্বই-কোলাপুর, জয়পুর-ইন্দোর ও এর্নাকুলাম-বেঙ্গালুরু।
ভোটের মুখে একসঙ্গে ১৩ টি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন রেল পরিষেবায় গতি আনবে বলেই মত বিশ্লেষকদের। বলে রাখা প্রয়োজন, সারা দেশে মোট ৪১টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। যার মধ্যে বাংলায় পাঁচটি বন্দে ভারত পরিষেবা দেয়।
আর সেগুলি হল হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি। এবার এই তালিকায় আরও একটি বন্দে ভারত যুক্ত হতে চলেছে বলে খবর। তবে নিউ জলপাইগুড়ি (এনজেপি)-পাটনা বন্দে ভারত কখন চলবে সে বিষয়েও কিছু জানা যায়নি এখনও। এমনকি বন্দে ভারত স্লিপার কোনও রুটে চালানো হবে কিনা তাও স্পষ্ট নয়।