বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: “বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার। তারাই আমাকে রক্ষা করে।” সোজা সাপটা বাংলাতেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীদের জবাব দিলেন দেশের প্রধানমন্ত্রী। বারাসতের সভা থেকে এক নতুন সময়ের বার্তা দিলেন তিনি।
বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে প্রশ্ন উঠেছে। বলা ভালো বিরোধীরা প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কটাক্ষ করেছেন। এবার সেই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের মুখের উপর জবাব দিলেন তিনি।
আজ বুধবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা বারাসতে প্রধানমন্ত্রীর জনসভা ছিল। সেই সভা থেকেই নরেন্দ্র মোদী রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠেন। এই সভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়ভাবে বেশি। নারীশক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেবেন। একথা আগেই ঠিক হয়ে গিয়েছিল।
বারাসতের কাছেই সন্দেশখালি এলাকা। সেখানে কয়েক বছর ধরে নারী নির্যাতন হয়েছে। শেখ শাহজাহানদের দৌলতে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে। এই অভিযোগ উঠে এসেছিল। শেখ শাজাহান এখন গারদের ওপাড়ে। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে সন্দেশখালির মহিলারা লাঠি, ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছেন। সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজেই পরিবার প্রসঙ্গ তুলে ধরেন। ইন্ডিয়া জোটের নেতৃত্বরা প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে প্রশ্ন তুলেছেন কটাক্ষ করা হচ্ছে। সেই বিষয়ে এবার বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। পরিবার কাকে বলে? কারা তার পরিবারের সদস্য? জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
“বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার। মোদীর কষ্ট হলে এই মা বোনেরা রক্ষাকবচ হয়ে যায়। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো উঠে দাঁড়ায়।” প্রধানমন্ত্রীর মুখে এই কথা শোনা যায়। আর এই কথা শুনেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সভায় আসা মহিলাদের মধ্যে।
দেশের মানুষ বলে আমি নরেন্দ্র মোদির পরিবার। ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ তাঁর পরিবার। বারাসতের সভামঞ্চ থেকে জোর গলায় এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতে নরেন্দ্র মোদি এদিন ‘জয় মা দুর্গা’, ‘জয় মা কালী’ বলেন। মোদীর এই দিনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বাংলার মহিলা ভোটব্যাঙ্ক নিজেদের দিকে আনতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এমন তাৎপর্যপূর্ণ ভাষণ। মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ।