বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ হাতিখীসা বীরবিষরামুন্ডা কলেজে নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধনে জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ তিনি বীরসা মুন্ডার জন্মদিনে তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জানালেন আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের অমর বিজয় গাথা আমাদের মনকে প্রভাবিত করে রেখেছে।
তাদের কাজ ছিল শত কষ্টের মধ্যেও দেশের সেবা করা এবং দেশের নাম অলঙ্কৃত করা। তারা তাদের জীবন দিয়ে দেশের মানুষের জন্য আনন্দ দিয়ে গেছেন। আগামীদিনে যেটা ভারতকে এগিয়ে নিয়ে যাবে। এই কলেজে যারা পড়ছেন এবং যারা ভর্তি হতে চলেছেন তারা এটা ভেবেই গর্বিত হবেন যে তারা এক ঐতিহাসিক কলেজে পড়াশোনা করতে চলেছেন। তাদের কথা এবং তাদের আদর্শ আমাদের মনকে প্রভাবিত করে আসছে বহু দিন ধরেই। তাই আজকে এই দিনটিতে আমি এবং আমার কর্মীরা এই দুজন বীর মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। যেটা ভবিষ্যতে আমাদের যেকোন কাজে উদ্দপ্ত করবে বলে জানালেন জেলা সভাপতি।