বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি পর্বের প্রথম খেলায় দুরন্ত জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে চূর্ণ করে দখলে নিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
দিল্লির জয়ে বড় অবদান রাখলেন জেমাইমা রডরিগেজ। তিনিই ম্যাচের সেরা। রান তাড়া করতে গিয়ে নাস্তানাবুদ হরমনপ্রীত কৌরের দল।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। অধিনায়ক মেগ ল্যানিং ৩৮ বলে ৫৩ রান করেন। শেফালি বর্মা ২৮, অ্যালিস ক্যাপসি ১৯ রান করে আউট হন। ৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ।
শবনিম ইসমাইল, সাইকা ইশাক, পূজা বস্ত্রকার ও হেইলি ম্যাথুজ নেন একটি করে উইকেট। জবাবে ৮ উইকেটে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। আমনজ্যোৎ কৌর সর্বাধিক ৪২ রান করেন। টপ ও মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। হরমনপ্রীত করেন ৬।
জেস জোনাসেন ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩ উইকেট। মারিজান কাপ ৩৭ রান খরচ করে দুটি উইকেট দখল করেছেন। তিতাস সাধু ৩ ওভারে ২৩ রান দিয়ে নেন ১ উইকেট। শিখা পাণ্ডে ও রাধা যাদবও একটি করে উইকেট নিয়েছেন। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে মুম্বই ইন্ডিয়ান্স।