বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক,,: মঙ্গলবার শেষ রাত থেকে আবার একটা হাল্কা শীতল বাতাস বাইছে। পরিবেশে আবার ঠান্ডা কিছুটা ফিরে এসেছে। তবে তা একেবারেই ক্ষণস্থায়ী। সকালের দিকেও বেশ হাল্কা শীতল বাতাস। কিছুটা উত্তুরে বাতাস মিলিয়ে মনোরম বাসন্তিক পরিবেশ। এই অবস্থায় ঘোষিত হলো আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস।
পূর্বাভাসে জানানো হয়েছে,আজ বুধবার রাজ্যের আকাশ বেশ পরিস্কার। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে তাপমাত্রা। তবে আগামী দু’দিন উত্তর পশ্চিমের হাওয়ার দাপট থাকবে রাজ্যে। আগামীকালও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে পারদ মাত্রা কিছুটা কমতে পারে শুক্রবার। আবহাওয়া দফতর জানাচ্ছে, সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে আগামী দু’দিন। দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমে হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় তাপমাত্রাও খানিক নামবে। তবে তার পর আবার উল্টো সুরে গান ধরবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।। সপ্তাহান্তে তাপমাত্রা বেশ অনেকটাই বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত এমন মনোরম পরিবেশ থাকবে। শিবরাত্রি কাটলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া কমবেশি একই রকম থাকবে। বাংলার অন্যান্য জায়গার আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে বলে খবর। ওদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে সিকিমে। সেই প্রভাব পড়বে দার্জিলিং-এও। দার্জিলিং ও কালিংপঙে হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে।