বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর কোনও জল্পনা থাকল না। বিজেপিতেই যোগ দিচ্ছেন সদ্য প্রাক্তন হওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার তিনি নিজের ইস্তফাপত্র দাখিল করেছেন। তিনি যে রাজনৈতিক যোগ দিচ্ছেন, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে কোন দলে যোগ দিচ্ছেন তিনি? তাই নিয়ে যথেষ্ট জল্পনা দেখা যায়।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে তিনি নির্বাচনে লড়াই করবেন কী না, তাই নিয়ে কোনও কথা ঠিক হয়নি। যারা এই বিষয়টি দেখছেন তারাই বলতে পারবেন। জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।