বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগ জমিয়ে দিল ইউপি ওয়ারিয়রজ। চলতি লিগের দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় তারা উঠে এলো তিন নম্বরে।
চার নম্বরে নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও হরমনপ্রীত কৌরের দল ইউপির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।
বেঙ্গালুরুতে ডব্লিউপিএলের অষ্টম ম্যাচে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ইউপি ওয়ারিয়রজ ফিল্ডিং নিয়েছিল। ২০ ওভারে বেথ মুনির দল তোলে ৫ উইকেট ১৪২ রান। ফোয়েব লিচফিল্ড ৩৫, অ্যাশ গার্ডনার ৩০ ও লরা উলভার্ট ২৮ রান করেন। হারলিন দেওল আউট হন ১৮ রানে।
সোফি এক্লেস্টোন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। রাজেশ্বরী গায়কোয়াড় ৪ ওভারে ৩৩ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ১টি উইকেট। চামারি আতাপাত্তু ৪ ওভারে ১৯, দীপ্তি শর্মা ৪ ওভারে ২৮, অঞ্জলি সর্বাণী ১ ওভারে ১৩ ও গ্রেস হ্যারিস ৩ ওভারে ২১ রান দিলেও কোনও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি ওয়ারিয়রজ। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন গ্রেস হ্যারিস। অধিনায়ক অ্যালিসা হিলি ৩৩, কিরণ নবগীরে ১২ ও আতাপাত্তু করেন ১৭। ১৪ বলে ১৭ রানে অপরাজিত থাকেন দীপ্তি। তনুজা কানওয়ার ২টি, মেঘনা সিং ও ক্যাথরিন ব্রাইস নেন ১টি করে উইকেট।
২৬ বল বাকি থাকতে ম্যাচ জেতায় নেট রান রেট ভালো হলো ইউপির। সে কারণে তারা পিছনে ফেলল মুম্বইকে। উইমেন্স প্রিমিয়ার লিগে বর্তমানে পাঁচটি দলের মধ্যে চারটি দলের পয়েন্ট ৪। ইউপি বাদে বাকিরা খেলেছে ৩টি করে ম্যাচ। দিল্লির নেট রান রেট ১.২৭১, আরসিবির ০.৭০৫, ইউপি-র ০.২১১, মুম্বইয়ের মাইনাস (-) ০.১৮২।