বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস। সোমবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে বিরাট জয় পেল দিল্লি ক্যাপিটালস। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল দিল্লির মহিলা ব্রিগেড।
প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছিল দিল্লি দল। কিন্তু লিগের দ্বিতীয় ম্যাচেই ছন্দ ফিরে পেল মেগ ল্যানিংশেফালি ভার্মারা। এই ম্যাচে টসে জিতে ইউপিকে ব্যাট করতে পাঠান দিল্লি দলের অধিনায়ক মেগ ল্যানিং। এই ম্যাচে আগুনে পারফরম্যান্স করলেন দিল্লির দুই বোলার মারিজান কাপ এবং রাধা যাদব।
ম্যাচের শুরু থেকেই ইউপি ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন মারিজান কাপ এবং রাধা যাদব। ০ রানে দীনেশ বিন্দ্রাকে প্রথমে আউট করেন কাপ। এরপর ১ রান করেই কাপের বলেই আউট হলেন তাহিলা ম্যাগ্রাথ। ১৩ রান করার পরই ইউপির ক্যাপ্টেন অ্যালিশা হিলি আউট হলেন সেই কাপেরই বলে। দিল্লি দলের এই মহিলা বোলার এই ম্যাচে বল হাতে আগুন ঝড়ালেন।
মারিজান কাপ ইউপি দলের টপ অর্ডারকে সাজঘরের রাস্তা দেখানোর পর, প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপের মিডল অর্ডার ভাঙার দায়িত্ব নেন রাধা যাদব। গ্রেস হ্যারিসকে ১৭ রানে আউট করার মধ্য দিয়ে উইকেটের খাতা খুললেন। এরপর ক্রমশ অর্ধশতরানের দিকে এগিয়ে যাওয়া শেরওয়াতকে ৪৫ রানে আউট করলেন রাধা।
১০ রান করে কিরণ নাভগিরে আউট হলেন রাধার বলেই। অরুন্ধুতি রেড্ডির বলে ১০ রান করেই আউট হলেন পুণম। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না উত্তরপ্রদেশের ঘরের মেয়ে দীপ্তি শর্মাও। সুদারল্যান্ডের বলে ৫ রান করেই আউট হলেন দীপ্তি। এরপর ৬ রানে শোফিয়েকে আউট করেন রাধা।
২০ ওভার শেষে ৯ উইকেটে ১১৯ রান তোলে ইউপি। ৪ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট পান কাপ, সঙ্গে এক ওভার মেডেন। অন্যদিকে রাধা ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক মেগ ল্যানিং ৫১, শেফালি ভার্মার ৬৪ রানে ভর করে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি। মেগ ল্যানিং করেন ৪৩ বলে ৫১ রান। তবে দিল্লি ব্যাটিংয়ে নায়িকা শেফালি ভার্মা। ৪৩ বলে ৬৪ রানে অপরাজিত দিল্লির এই বিধ্বংসী ওপেনার। তিনে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন জেমাইমা রডরিগজ। দ্বিতীয় ম্যাচেই জয় পাওয়ায় স্বস্তি ফিরল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলে।