বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে ফের একবার জোটের সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল এবং কংগ্রেস মধ্যে। রাজ্যে কংগ্রেসকে বেশ কয়েকটিও আসন তৃণমূল ছাড়তে পারে বলেই সূত্রের খবর। যদিও এই অবস্থায় একলা চলোর কথাই বলছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে কিছুই জানা নেই বলেই দাবি তাঁর।

 


তবে রাজ্যের ৪২ টি আসনকে পাখির চোখ করেই তৃণমূল এগোচ্ছে বলে দাবি তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের। জোট জল্পনার মধ্যেই আজ শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হন অধীর চোধুরী (Adhir Ranjan Chowdhury) । সেখানে তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে কিছুই জানা নেই বলেই দাবি করেন।

বহরমপুরের সাংসদের কথায়, বাংলায় বহু নির্বাচন একাই লড়েছে কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনও কংগ্রেস বাংলায় একা লড়তে সক্ষম। তবে মহাজোট নিয়ে তৃণমূল ধোঁয়াশার মধ্যে আছে বলে দাবি অধীর চৌধুরীর। আর সেজন্য তৃণমূল হ্যাঁ কিংবা না কিছুই বলছে না।
অধীরের কথায়, তৃণমূল একবার ভাবছে, তাঁরা যদি ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসলে সংখ্যালঘু মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দেবে। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির ভয়ও তৃণমূলের কাজ করছে বলেও দাবি। তবে জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ভার্সন আসা উচিত বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির।

তবে জোটের প্রশ্নে বাংলায় বামেদের সঙ্গে কোমর বেঁধেই নির্বাচনে লড়াই করতে চান বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে আলোচনা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুর্শিদাবাদের ‘দাবাং’ এই রাজনীতিবিদ।
তবে তাঁর মন্তব্যকে এদিন তীব্র আক্রমন শানিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, তৃণমূলকে আক্রমণ করে অধীর চৌধুরী বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন। প্রদেশ সভাপতির সভার আগে নিজের অবস্থান স্পষ্ট করা।

গত কয়েক বছর ধরে তৃণমূলকে অপদস্থ করতে এবং বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করছেন বলে পালটা আক্রমণ তৃণমূল নেতার। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বাংলায় একলা চলোর কথা বলেন তৃণমূল সুপ্রিমো। তবে বামেদের জন্য কংগ্রেসের সঙ্গে জোট আলোচনা ভেস্তে গিয়েছে তাও মন্তব্য করেন তিনি। তবে সম্প্রতি জয়রাম রমেশ বলেন, তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। দরজা এখনও বন্ধ হয়নি।

আর এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় জল্পনা তৈরি হয়। তবে বাংলার প্রদেশ সভাপতি হিসাবে এই বিষয়ে কিছু জানেন না বলেই মন্তব্য করেছেন অধীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *