বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বুধবার সন্দেশখালিতে সারাদিন গেছে টান টান উত্তেজনা। সন্দেশখালি ঘটনার শুরুর বহুদিন পরে বুধবার ডিজি সকালেই পৌঁছান সন্দেশখালি। সারাদিন চলে পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনা।
আর গভীর রাত পর্যন্ত এলাকায় টহল। মূলত ছোট ছোট দ্বীপগুলোকে টহল চলে। সকাল আটটা নাগাদ PWD বাংলো থেকে বের হন। তারপর বোটে চড়েন। মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। তিনি বলেন, “আমাদের সঙ্গে যেন মানুষ সহযোগিতা করেন। নিজের হাতে আইন কেউ যেন তুলে না নেয়। আমি ফোর্সের সঙ্গে কথা বলেছি।” শাহজাহান কবে গ্রেফতার হবেন? এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন, “যারা যারা আইন ভেঙেছেন তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।” একটা বিষয় বোঝা যাচ্ছে, আজ পুলিশ প্রশাসন শাজাহান সম্পর্কে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে।
সকাল ৯টা নাগাদ ধামাখালি থেকে বোটে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন রাজীব কুমার। তবে এডিজি সাউথ বেঙ্গল আবার ফিরলেন আবার সন্দেশখালি। রাজীব কুমার বেরিয়ে যেতেই এসপি বসিরহাট পুলিশ ফোর্স নিয়ে বের হন। চলে টহল। এমনকী DIG বারাসত ভাস্কর মুখোপাধ্যায় যাচ্ছেন সন্দেশখালি। গতকাল চার্জ নেওয়ার পর এই প্রথম সন্দেশখালি এলেন। ওদিকে সন্দেশখালি থেকে কলকাতায় পৌঁছলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। নবান্নে এসেছেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গতকাল থেকে সন্দেশখালির যা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করেছেন তা সবটাই হয়ত জানাতে পারেন মুখ্যমন্ত্রীকে।