বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শুধু পাহাড় নয় ,ডুয়ার্স ও এবারে নেমেছে পর্যটকদের ঢল । গত দুই বছর করোনা এর কারণে পর্যটকদের আনাগোনা হয়নি।এবারে পর্যকদের জোয়ার পাহাড়ের সাথে ডুয়ার্সও।

 


সরকারি বেসরকারি বাংলো, homest গুলিতে তিল ধরনের জায়গা নেই। পর্যটন ব্যবসায়ীরা তাই পরামর্শ দিয়েছেন আগে থেকেই হোটেল রিসোর্ট হোমস্ট গুলি বুকিং করে নেওয়ার। জলদাপাড়া, গরুমারা সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে পুজো উপলক্ষে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকদের কথা মাথায় রেখে জলদাপাড়াতে হাতে সাফারির সংখ্যা বাড়ানো হয়েছে। করোনা আবহাওয়া কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে পর্যটন ব্যবসা।বহুদিন থেকেই ব্যাবসা নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন ব্যাবসায়ীরা। পাহাড়ের ব্যাবসার প্রকৃত সময় মার্চ থেকেই শুরু।এবারের শীতে একেবারেই জমে ওঠে নি পাহাড়ের হোটেল ব্যাবসা। যার ফলে একটা শঙ্কা তৈরী হচ্ছিল পাহাড়ের সমস্ত ধরনের হোটেল ব্যাবসায়ীদের মনে। কিন্তুু গত সাতদিনে প্রায় ঢল নেমেছে পাহাড়ের পর্যটকদের। যেকোন লজ কিংবা হোটেলে তিল ধারনের জায়গা নেই পর্যন্ত।এতেই খুশী পাহাড়।কারন শুধুমাত্র পাহাড়ের ব্যাবসায়ীরাই নয় পাহাড়ে আসা পর্যটকদের উপরে নির্ভর করে আছেন পাহাড়ে থাকা অনেক বহিরাগত চাকরিজীবিও। হোটেল এবং টুরিজমের ব্যাবসা না থাকলে যে তাদের চাকরীও থাকবে না এটা তারা জানেন ভালোভাবেই। তাই তারাও চাইছিলেন পাহাড়ে পর্যটক আসুক। তাই পাহাড়ে পর্যটকদের আসা দেখে খুশী গোটা পাহাড়ের মানুষ। কারন এই কয় মাসে পাহাড়ে পর্যটকদের যে ঢল নেমে যাবে এটা তারা বুঝে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *