বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কতৃপক্ষের কাজ থেকে খবরে জানা গেছে এবারে নভেম্বর থেকে নতুনভাবে তৈরী করা হবে বেঙ্গল সাফারিকে। আনা হবে বিদেশী পাখি এবং বেশ কিছু গাছকেও। জানা গেছে এতদিন শুধুমাত্র বাঘ এবং সিংহের উপরই জোর দেওয়া হয়েছিল, যেটা আরো আকর্ষনীয় করে তোলবার চেষ্টা করা হচ্ছে। কতৃপক্ষের কাছ থেকে আরো জানা গেছে এবারে বেশ কিছু বিদেশী সংস্থার সাথে কথা চলছে।
এই সংস্থাগুলি সাধারনত চিড়িয়াখানা এবং চিড়িয়াখানায় থাকা পশুপাখির উপরে কাজ করে। বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বেঙ্গল সাফারি, যারা পাহাড়ে ঘুরতে আসছেন তারা একবার হলেও ঘুরে যাচ্ছেন এই বেঙ্গল সাফারি থেকে। এবারে হয়ত বেঙ্গল সাফারিতে বেড়াতে এসে খাবার জন্য আর বাইরে যেতে হবে না যারা বেঙ্গল সাফারিতে ঘুরতে আসেন।এবারে হোটেল +ক্যান্টিনের ব্যাবস্থা থাকবে বেঙ্গল সাফারিতে। যেখানে খিদে পেলে আর বাইরে যেতে হবে না ঘুরতে আসা মানুষদের। দেখতে এসে ওখানেই পাবেন নিজেদের পছন্দসই খাবার। বর্তমানে পর্যটকদের ভীড় ভালই হচ্ছে বেঙ্গল সাফারি পার্কে। সেই ভীড় যাতে আরো বেড়ে যায় সেই ব্যাবস্থা নিচ্ছে কতৃপক্ষ। এখানে এসে যাতে একেবারেই অপছন্দ না হয় সেই ব্যাবস্থা নিচ্ছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ। তাই আমুল পরিবর্তন শুরু হতে চলেছে বেঙ্গল সাফারির। বিশেষ করে শীতে যাতে পর্যটকদের ঢল নেমে যায় সেই ব্যাবস্থাই নিতে চলেছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ।