বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানার সিদ্ধা বাজারে ভয়াবহ দুর্ঘটনা।১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী ট্রাক রাস্তার পাশে চা দোকানে ঢুকে যায়।
পাশে আরো কয়েকটা দোকানেও ধাক্কা মারে।জানাগেছে এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।গুরুতর জখম হয়েছে ৩ জন।এখন।জানাগেছে রাত ৯ নাগাদ ঘটনাটি ঘটে।এরপরই স্থানীয়রা প্রথমে উদ্ধারে নামে।এরপর পাঁশকুড়া ও কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে।প্রায় ২ ঘন্টা ১৬ নম্বর জাতীয় সড়কের একদিক বন্ধ থাকে।পরে পুলিশের হ্স্তক্ষেপে রাস্তা স্বাভাবিক হয়।তবে জানাগেছে আহতদের প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।পরে অবস্থার অবনতি হওয়ায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়।
