বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজেপি হোক আর তৃণমূল হোক, স্থাননাম বা স্টেশনের নাম পরিবর্তনের দিকে বেশ ঝোঁক আছে। পুরোনো নাম সরিয়ে নতুন নাম দিয়ে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে বলেই রাজনৈতিক দলগুলোর ধারণা।
ফের একবার সেই স্টেশনেরই নাম বদল করার দাবি উঠল। রবিবার শিয়ালদহ থেকে রানাঘাট এসি (AC) লোকালের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। আর সেখান থেকেই বড় প্রস্তাব দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। শিয়ালদহ স্টেশনের নাম বদলের আর্জি জানালেন তিনি। তাঁর বক্তব্য, যার জন্য পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়েছিল, সেই শ্যামাপ্রসাদের নামেই হওয়া উচিত শিয়ালদহ স্টেশনের নাম। এর আগে অর্থাৎ গতবছরের অক্টোবরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এলে এই স্টেশনের নাম পরিবর্তনের দাবি করেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

এবার বোঝাই যাচ্ছে, শিয়ালদা হয়তো অচিরেই শ্যামাপ্রসাদ নাম পেতে চলেছে। এ দিন সুকান্ত মজুমদার বলেন, “এই প্রস্তাব রাজ্য সরকারের তরফ থেকে এলে রেল করতে পারে। রাজ্য সরকারকে অনুরোধ করেছি এই প্রস্তাব তাদের তরফ থেকে আসুক। কারণ, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে উইশ করেন। তার জন্য এই টুকু করতেই পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *