বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লালগোলা থানার দেওয়ান সরাই গ্রাম সংলগ্ন একটি ইট ভাটার কাছ থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৮৭ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য ৩০ লক্ষ টাকা।

পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম তোহিদুর রহমান (২৭) ও আবু হেনা (৩১)। ধৃতদের বাড়ি লালগোলা থানা এলাকাতে। গতকাল রাতে গোপন সুত্রে খবর পেয়ে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে এসআই আসরাফুল হক পুলিশের একটি টিম নিয়ে দেওয়ান সরাইয়ে অভিযান চালায়।
সেই সময় একটি স্কুটি চালিয়ে দুই পাচারকারী লস্করপুর গ্রাম থেকে দেওয়ান সরাইয়ের দিকে যাচ্ছিল। তাদের আটক করে স্কুটিতে তল্লাশি চালিয়ে ২৮৭ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করে পুলিশ। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান হেরোইন গুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের বলে জানাযায়। যার বাজারমূল্য ৩০ লক্ষ টাকা বলে জানাযায় পুলিশ সুত্রে। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, সিআই মানস দাস, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ বিশাল পুলিস বাহিনী। ধৃতদের আজ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। ধৃত মাদক কারবারিদের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *