বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কোচবিহার : বিকেল বেলায় ডোডেয়ার হাট ফল বাজারের সামনে হঠাৎ শুট আউট এর ঘটনায় চাঞ্চল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় অমর রায়(৩২) নামে এক ব্যক্তি হাটে মাংস কিনতে গেলে ২ টি বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী হাটে ঢুকে সামন থেকে গুলি চালায় ঘটনায় অমর রায় সেখানেই লুটিয়ে পড়ে। আর এক ব্যক্তি আলমগীরের পায়ে গুলি লাগার ঘটনা ঘটে। তিনি কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। পরবর্তীতে হাসপাতালে আসেন এন বি এসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তিনি জানান,, অমর রায় তৃণমূল কংগ্রেসের একনিসঠো কর্মী। রাজনৈতিক কোন উদ্দেশ্য কে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
