বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নানা ঘটনার পড়ে অবশেষে সোমবার স্বরাষ্ট্রেমন্ত্রী বাংলার সাংসদদের নিয়ে বৈঠক করলেন দিল্লিতে। সংসদের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ, বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, সতীশ ধুন্দ, আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। সূত্রের খবর, বিজেপি যে বাংলা বিরোধী নয়। সেটা প্রতি মুহূর্তের প্রচারে তুলে ধরতে হবে। যে সুযোগ তৃণমূল একুশের নির্বাচনে পেয়েছিল, সেই ‘বহিরাগত‘ তত্ত্ব পুনরায় ফিরে না আসে বলেই বঙ্গ বিজেপিকে সর্তক করেছে শীর্ষ নেতৃত্ব।
তৃণমূল কোনও ন্যারেটিভ তৈরির চেষ্টা করলে পাল্টা জবাব দিতে হবে বলেই বার্তা ‘শাহি বৈঠকে’। পাশাপাশি, বিজেপির দিল্লির আলোচনায় উঠে আসে রাজ্য স্তরের কমিটির কথাও। লোকসভা নির্বাচনে অল্প ভোটে হারা এলাকায় বুথ কমিটি গঠন প্রক্রিয়া কোথায় আটকে, কেন আটকে? সেই বিষয়ের নজরের পরামর্শ শাহের। দ্রুত কমিটি গঠনেও দিয়েছেন জোর।একদিকে যেমন তৃণমূলের ‘SIR-ভয়’। সেই সময় বঙ্গ বিজেপির হাতে রয়েছে ‘সিএএ-জোর’। আর সোমের বৈঠকের অভিমুখ ছুঁয়ে যায় সেই দিকটাও। সিএএ-কে কেন্দ্র করে যে ক্যাম্প তৈরি হচ্ছে, তাতে গাফিলতি না রাখার বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি, এই সিএএ হেল্পডেস্কে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আহ্বান দিতে শোনা গিয়েছিল শান্তনু ঠাকুরকেও।
