বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:*নন্দীগ্রামের তৃণমূল নেতার ঘর ওয়াপসি,বিরোধী দলনেতার হাত ধরে জয়দেব দাস সহ আরো প্রাক্তন বিজেপি নেতারা তৃণমূল ছেড়ে ফিরে এলেন বিজেপিতেই,সব মামলা তুলে নেওয়া হবে আশ্বাসেই কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে গিয়েছিলেন,তৃণমূলের দেওয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল দল করাটা অত্যন্ত লজ্জার বিজেপিতে ফিরে জানালেন জয়দেব দাস,তৃণমূল পবিত্র গঙ্গার মত,নেতিবাচক মানসিকতা নিয়ে এলে ভেসে যাবে কটাক্ষ তৃণমূলের*

নন্দীগ্রামে তৃণমূল নেতার ঘর ওয়াপসি।২০২২ সালের ৪ঠা নভেম্বর, নন্দীগ্রামের সাউদখালিতে কুনাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপির মন্ডল সভাপতি জয়দেব দাস।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেই জয়দেব সহ বেশ কিছু তৃণমূল নেতা ফের যোগ দিল বিজেপিতে। যোগদানকারীদের গলায় উত্তরীয় পরিয়ে মিষ্টি খাওয়ালেন শুভেন্দু অধিকারী।

জয়দেবের দাবি, কিছু মান অভিমানের জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলাম। তৃণমূল আমাদের কথা দিয়েছিল, মামলা তুলে নেবে। কিন্তু তিন বছর হয়ে গেলো, তৃণমূলের করা মামলা তৃণমূল কর্মী হিসেবেই বয়ে বেড়াতে হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর দাবি, যোগদান নয়, জয়দেবরা ঘরে ফিরে এসেছে।নন্দীগ্রামে বিজেপির জয়ের পেছনে জয়দেবের হাত রয়েছে এমনটাই জানান শুভেন্দু।পাশাপাশি তিনি এও ঘোষণা করেন, নন্দীগ্রামে কোনো হিন্দুই আর বাইরে থাকবেনা, তারা বিজেপির সঙ্গেই থাকবে। তাঁর পুরো বিষয়টাকেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন তৃণমূল দলটা পবিত্র গঙ্গার মত। যারা নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা ভেসে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *