বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নদিয়া: খেলো ইন্ডিয়া উপলক্ষে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে সাইকেল র্যলি অনুষ্ঠিত হলো আজ। খেলো ইন্ডিয়া উপলক্ষে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হলো রবিবার সকালে। এই সাইকেল র্যালি বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টার সীমানগর থেকে কৃষ্ণনগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার পর্যন্ত যায় I এই সাইকেল র্যালিতে বিএসএফের প্রায় ২০০ জন জওয়ান এবং অফিসাররা যোগদান করে Iএই রেলিতে বিএসএফের সেনারা সম্পূর্ণভাবে সাইকেল চালিয়ে কৃষ্ণনগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার পর্যন্ত আসে। বিএসএফএ ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সুজিত কুমারের উদ্যোগে এই খেল ইন্ডিয়া উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করা হয়। সাধারণ মানুষ যাতে ফিট থাকে এবং স্বাস্থ্য সচেতন হয় এই বার্তা ছড়িয়ে দেওয়া এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এই র্যালিতে বিএসএফ সেনাদের উদ্যোগ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
