বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক আজ, রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী বীরভূম পৌঁছেচ্ছেন।সোমবার ২৮ জুলাই ও মঙ্গলবার ২৯ জুলাই একগাদা কর্মসূচি রয়েছে তাঁর। সোমে বিকেলে নেতৃত্ব দেবেন প্রতিবাদ মিছিলে।
মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে বীরভূমে। দলীয় সূত্রে খবর, মিছিলে নেতৃত্ব দেওয়া ছাড়াও একাধিক প্রশাসনিক কাজ রয়েছে তাঁর। সোমবার দুপুরে ‘গীতাঞ্জলি’ সভাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে। বিকেল ৪টে নাগাদ বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে জামবনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মিছিলে অংশ নেবেন। শেষে জামবনি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে ভাষণ দেবেন।

তার পরদিন, মঙ্গলবার মুখ্যমন্ত্রী ইলামবাজারে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকেই ফেরার কথা রয়েছে কলকাতায়। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে ওড়িশা, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ২১ জুলাই শহরের ধর্মতলার সভা থেকে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা ভাষার প্রতি এই অপমান আমরা মেনে নেব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *