বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত কয়েকদিন যাবত সেভাবে বৃষ্টি না হলেও আজ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। বিগত কয়েকদিনের ভ্যাপসা গরম কাটিয়ে গতকাল থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে।
আজ আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা স্থায়ী হবে আগামী রবিবার পর্যন্ত। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলায়ই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া, সব জেলাতেই সকাল থেকে দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির পাশাপাশি আজ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার ইঙ্গি দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ছটি জেলার অতি ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের রিপোর্টে যদিও রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে, তবে জানা যাচ্ছে শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে রাজ্যে। এই সময় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তাই আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গেও সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিংপং ও দার্জিলিংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
