বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:১.রাজ্য নির্বাচনী আধিকারিকের অফিসকে স্বতন্ত্র দফতর করার নির্দেশ মানতে নারাজ রাজ্য সরকার। নির্দেশ ঠেকাতে রাজ্য প্রশাসন আইনি পরামর্শ নিচ্ছে। নবান্ন সূত্রের খবর, আলাদা/ স্বতন্ত্র দফতর হলেও সেটি রাজ্য সরকারের অধীনেই থাকতে হবে।

২.কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপো খুন। মাঠ থেকে উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপোর ক্ষতবিক্ষত দেহ। নিহত তৃণমূল কর্মীর নাম রাকিব শেখ। পঞ্চায়েতের দখলদারি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, অভিযোগ বিরোধীদের।

৩.ইংরেজবাজারে দেবোত্তর সম্পত্তি দখল। অভিযোগ করায় বিজেপির পঞ্চায়েত সদস্য-সহ ২ মহিলাকে খুন-ধর্ষণের হুমকির অভিযোগ। ভাইরাল ভিডিও। কাঠগড়ায় ২ তৃণমূল নেতা-কর্মী।

৪.চিড়িয়াখানায় পশুর সংখ্যা কমে যাওয়ার অভিযোগ উঠল। কীভাবে? পাচার? কারচুপি? প্রশ্ন তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ জহর সরকারের। চিড়িয়াখানার জমি বিক্রিরও অভিযোগ। আজ হাইকোর্টে একটি মামলার শুনানি।

৫.দিল্লির জয় হিন্দ কলোনিতে উচ্ছেদের নির্দেশে স্থগিতাদেশ।এটা কি তৃণমূলের নৈতিক জয়?

৬.শুধু চাকরি নয়, পড়ার টোপ দেখিয়েও পাচার, উচ্চশিক্ষার টোপ দিয়ে ভিনরাজ্যে নাবালিকাকে ‘নির্যাতন’!সরকারের এত প্রকল্পগুলো কি তাহলে কোন কাজেই লাগে না?

৭.৫৬ লক্ষ ভোটার বাতিলকে ঘিরে বিহারে ভোট বয়কটের হুঁশিয়ারি তেজস্বী যাদবের। এরাজ্যে তৃণমূল কি এমন কিছু ভাবছে পশ্চিমবঙ্গের জন্য? ইন্ডিয়া জোট কি সমর্থন জানাবে সেই সিন্ধান্তকে?

৮.সিঁথিতে তৃণমূলের কোন্দল, শান্তনু সেনের বাড়ির সামনে
বিক্ষোভ। তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ শান্তনুর স্ত্রী, কাউন্সিলর কাকলি সেনের বিরুদ্ধে। থানায় পাল্টা অভিযোগ শান্তনুর।
৯.ভরতপুরে তৃনমুল কর্মী খুন প্রসঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *