বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে বহরমপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে।
মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের বলিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব সহ কংগ্রেসের নেতা ও কর্মীরা।
এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের একাংশ পরিক্রমা করে জাতীয় কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল।
উল্লেখ্য সম্প্রতি বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। অথচ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সদর্থক ভুমিকা গ্রহণ করতে দেখা যায়নি রাজ্য সরকারকে। মূলত এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবি জানিয়ে কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল বলে জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
