বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একুশে জুলাই উপলক্ষে তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন উপস্থিত হচ্ছেন তেমনই বাংলা সিরিয়াল-সিনেমার একাংশ অভিনেত্রীদেরও দেখা যাচ্ছে ধর্মতলায়। সকলেই মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেইদিকে। আজ দুপুর নাগাদ একসঙ্গে দেখা গেল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার ও অভিনেত্রী তৃণা সাহাকে। দেবলীনা পরেছেন সাদা শাড়ি, আর ত্রিণা কুর্তি। এ দিন তৃণা জানান যে প্রতিবছরই তাঁরা একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করে থাকেন।
কালোগাড়িতে ধর্মতলায় এসে পৌঁছলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ধর্মতলায় পৌঁছন তিনি শহিদ বেদীতে মাল্যদান করেন তৃণমূল নেতা। মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম করলেন তিনি।
