বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নীতি আয়োগের বার্ষিক রিপোর্ট বলছে ভারতের গড় কর্মসংস্থান থেকে অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গ। নীতি আয়োগের রিপোর্ট তুলে ধরে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল ২.২ শতাংশ। সেখানে জাতীয় গড় ৩.২ শতাংশ। ফলে রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের চেয়ে ৩০ শতাংশ কম।” নীতি আয়োগের সদ্য প্রকাশিত রিপোর্টে বাংলার আর কী কী ইতিবাচক দিকের কথা তুলে ধরা হয়েছে, সেগুলিও এক্স হ্যান্ডলে লেখেন মুখ্যমন্ত্রী।

যে সব তথ্য মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন তা হলো

*সাক্ষরতার হার: ২০১১ সালের হিসেবে রাজ্যে সাক্ষরতার হার ৭৬.৩ শতাংশ। সেখানে দেশে গড় সাক্ষরতার হার ৭৩ শতাংশ। ফলে দেশের গড় সাক্ষরতার হারের চেয়ে বাংলায় সাক্ষরতার হার ভাল।
* শিক্ষা:  জাতীয় গড়ের তুলনায় রাজ্যে স্কুলছুটের হার কম। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাশের হার জাতীয় গড়ের চেয়ে বেশি।
গড় আয়ু: ২০২০ সালের হিসেবে রাজ্যে মানুষের গড় আয়ু ৭২.৩ বছর। যা জাতীয় গড়ের চেয়ে বেশি।
* লিঙ্গ অনুপাত: বাংলায় প্রতি হাজার পুরুষ পিছু মহিলার সংখ্যা ৯৭৩। সেখানে জাতীয় গড় ৮৮৯।
* শিশুমৃত্যুর হার: ২০২০ সালের হিসেবে রাজ্যে প্রতি এক হাজার সদ্যোজাতর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ থেকে ২০২১ সালের হিসেব বলছে, মহিলা পিছু সন্তান প্রসবের হার ১.৬।  এই দুটি জাতীয় হারের চেয়ে ভাল।

বাংলায় জীবনযাত্রার মানও যে দ্রুত উন্নতি হচ্ছে, সেকথাও নীতি আয়োগের রিপোর্ট লেখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। এক্ষেত্রে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জাতীয় গড়ের চেয়ে এগিয়ে বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *