বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম: গত এক মাস ধরে টানা নিম্নচাপের প্রভাবে জেলাজুড়ে চলছে অবিরাম বৃষ্টি। আর তারই ফলে বারংবার জলের তলায় চলে যাচ্ছে রগড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ডুলুং নদীর উপর অবস্থিত গোয়ালমারা কজওয়ে।

ফলে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের একাংশের সঙ্গে ঝাড়গ্রাম শহরের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে এই রুটের মূল সেতুর একাংশ বসে যাওয়ায় যান চলাচলে বিপত্তি দেখা দেয়। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে নদীর পাশেই তৈরি করা হয় একটি কংক্রিটের কজওয়ে। কিন্তু প্রতিবছরের বর্ষায় ডুলুং নদীর জলস্তর বেড়ে গেলে সেই কজওয়েটি জলের তলায় চলে যায়, ফলে বন্ধ হয়ে পড়ে যাতায়াত। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। টানা বর্ষণে নদীর জল বাড়তেই ডুবে যায় কজওয়ে। ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তত বেশকয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *