বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হাওড়ার পঞ্চান্নতলা রোডের বাড়িতে বসে বললেন খুবই দায়িত্বপূর্ন পদ। অফিসিয়ালি কাগজপত্র না এলেও ফোন করে অনেকেই জানিয়েছেন বলে জানান অসীম ঘোষ।তিনি বলেন খুব ভালো লাগছে, রাষ্ট্রপতিকে ধন্যবাদ।হরিয়ানা গেলেও মন পড়ে থাকবে এরাজ্যে।
হরিয়ানার উন্নতির জন্য কাজ করবেন।তবে পশ্চিমবঙ্গে অনেক সমস্যা দেখা দিয়েছে। কালো দিন মুছে সুধীন আসা উচিত।যখন মেয়েরা নিশ্চিন্তে স্কুল কলেজে যেতে পারবে।তাছাড়া শিল্প আনার জন্য শাসক বিরোধী সবাইকে চেষ্টা করতে হবে।
অসীম কুমার ঘোষ জন্ম ১৯৪৪ সালে। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। ১৯৯১ সালে বিজেপিতে যোগদান করেন। বহুদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন।
১৯৯৬ সালে রাজ্য সম্পাদক হন। ১৯৯৮ সালে রাজ্য সহ-সভাপতি হিসেবে মনোনীত হন। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৩-২০০৫ সাল পর্যন্ত ইনি ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন।
২০০৪-২০০৬ পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য ছিলেন।
বর্তমান রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্যের নির্বাচনের সময় ইনি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হন।
