বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা: আজ সকাল ১০ টা ১৫ নাগাদ মাত্র তিন মিনিটের একটি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি বিধানসভার কুমড়ো পাড়া এলাকায়।ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে পড়ে যায় তারের উপর। উড়ে যায় মাটির ও এলবেস্টারের ঘরের চাল। রাস্তার উপর ভেঙে পড়ে আছে গাছ।গাছ সরাতে ইতিরমধ্যে উদ্যোগী হয়েছেন গ্রামের মানুষ। বন্ধ হয়ে আছে বিদ্যুৎ পরিষেবা। তবে আচমকায় এই ঝড়ে বেশ কয়েকটি পাকা ঘরের এলবেস্টার উড়ে যায়, এবং বেশ কয়েকটি মাটির ঘর ভেঙে যায় আর এই আচমকায় ঝরে ঘরের অ্যালবেস্টার উড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে ওই বাড়ির এক গৃহবধূ। গৃহবধূ জানাইছে আচম হঠাৎ ঝড়ে ঘরের অ্যালবেস্টার সব ভেঙে গিয়েছে।
