বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মাঝে বেশ কিছুটা সময় বিজেপিতে দিলীপ ঘোষ অনেকটাই ব্রাত্য ছিল। কিন্তু শমীকের পর্ব আসতেই আবার নিজস্ব মহিমায় দিলীপ ঘোষ। যখন শমীক বসেছেন শীর্ষ পদে, তিনি বাজিয়েছেন ডুগডুগি। অবশ্য, একাংশের মতে সেই ডুগডুগি আসলে তিনি নিজের জন্য নয়। বাজিয়েছেন দলের অন্য নেতাদের জন্য। কারণ, দিলীপ আবার ফিরছেন বা বলা চলে ফিরে গিয়েছেন। মঙ্গলবার সেই সূত্র ধরেই একবারে নাম না করেই সুকান্ত-শুভেন্দুকে আক্রমণ শানিয়ে দিলেন তিনি। এদিন দিলীপ বলেন, ‘আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে।”

এর পরেই হাসতে হাসতে তিনি বলেন, ‘দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হু না।’ উল্লেখ্য, এই দিলীপ কিন্তু একেবারে পুরনো দিলীপ। যার ধ্য়ান-জ্ঞানই দল। কিন্তু মাঝের পর্বটা একটু অন্যরকম ছিল। একাংশ মনে করছে, দূরত্ব বেড়েছিল। যা শমীক মিটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *