বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত ১১ ই জুলাই দুপুর ৩ টা নাগাদ এগরা শহরের স্বর্ণ ব্যবসায়ী শচীন প্যাটেল, রাজু প্যাটেল দোকানে হানা দেয় দুষ্কৃতীরা।
অভিযোগ পেয়ে এগরা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ দেখে একটি মারুতি আর্টিকা গাড়ি চিহ্নিত করে পরে বিভিন্ন থানায় ইনফরমেশন পাঠানোর পর ধুলাগড়ের টোল গেটে গাড়িটি আটক করে পুলিশ।
পরে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ দুষ্কৃতীর বাড়ী ডায়মন্ড হারবার, উস্থি, মোগরাঘাট। দুষ্কৃতীদের নাম প্রশান্ত ঘোষ, ভোলা খান, কাজীরুল হালদার, আখতার খান, সাইফুল সর্দার।
