বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পশ্চিম বর্ধমান আসানসোল কুলটি নিয়ামতপুর থেকে ডিসেরগড় গামী রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল এবং খানা খন্দে ভর্তি।সেই বেহাল রাস্তায় চারাগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানালো কংগ্রেস।আসানসোল কুলটির থানার ডিসেরগড় পোস্ট অফিস মোড়ের ঘটনা।শনিবার কুলটি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।পাশাপাশি রাস্তার খানা খন্দের জলে চারাগাছ লাগিয়ে প্রতিবাদ জানাই।কংগ্রেস নেতৃত্বের দাবি অবিলম্বে এই রাস্তার সংস্কার করতে হবে।বেশ কিছুক্ষন পথ অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয়।
