বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : ১.শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ফের ধর্ষনের অভিযোগ (আইআইএম জোকা) । হস্টেলের মধ্যেই তরুণীকে আচ্ছন্ন করে ধর্ষন করা হয় বলে অভিযোগ । অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশের।

২.সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই মুখ খুললেন ফুরফুরার পীরজাদারা। ত্বহা সিদ্দিকির দাবি — প্রত্যেকটি রাজনৈতিক দল মুসলিম দের তেজ পাতা মনে করে।রান্নার স্বাদ বাড়াতে যেমন তেজপাতা ব্যবহার করে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি মুসলিম দের ব্যবহার করে ছুড়ে ফেলে দেওয়া হয়> ইব্রাহিম সিদ্দিকীর মতে – এই সরকার সংখ্যা লঘুদের চায়ের কাপ বানিয়ে রেখেছে।চা খাওয়া হয়ে গেলে ডাস্টবিনে কাপ টা ফেলে দেয়—কি বলবেন?

৩.বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তিব্র সমালোচনা রাজ্য – কমিশনের। এটা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে।সরকারি চাকরিতে কোন প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে কি ?

৪.ইংরেজবাজারে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন! গ্রেফতার দলেরই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য।

৫.ওবিসি জটে আটকে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়া ভর্তি, চূড়ান্ত দিশাহীনতায় রাজ্যের মধ্যবিত্ত, গরীব মেধাবী পড়ুয়ারা, নামী সরকারি কলেজেও আসন ভর্তি নিয়ে শঙ্কা- সেই প্রসঙ্গে।

৬.থামছেই না সিভিক দৌরাত্ম্য। এবার নাকতলায় দোকানে ঢুকে দাদাগিরি। কর্মীদের মারধর, ভয় দেখানোর অভিযোগ। সিভিক ভলান্টিয়ার সহ ৫ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা।

৭.মিড ডে মিলে কুকুর দের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে অথচ ২৩৭ টা স্কুল যেখানে সংখ্যালঘুরা পড়াশোনা করে তাদের মিড ডে মিলের কোনো ব্যবস্থা নেই।এটা থেকে প্রমাণিত বাংলায় কুকুরের সন্তান দের থেকেও মুসলমান সন্তান দের দুরবস্থা বেশি।বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘু দের ভোট নেওয়া হচ্ছে।- নওশাদ সিদ্দিকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *