বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দিল্লির এক দম্পতি সেবি তে মামলা করেন। অভিযোগ ৯৩ কোটি টাকা অ্যান্থনি এবং তার সংস্থা BRH WEALTH CREATOR নামে কলকাতা স্থিত একটি কোম্পানি যার মালিকের নাম মুরুগেশ দেবসারিয়া। ২০০৪ সালে রেজিস্টার হওয়া এই কোম্পানি কলকাতার তাপসিয়া এলাকায় অফিস খোলে। ব্যক্তিগত বিনিয়োগ এবং শেয়ার কেনাবেচার ওপর লক্ষ্য রেখে ফোন নম্বর যোগাড় করে সেই ব্যক্তিকে নির্দিষ্ট কিছু শেয়ার কেনার জন্য প্রভাবিত করত। দিল্লির দম্পতির কাছে এই মর্মে সাড়ে ৩ কোটি টাকা নিয়ে আত্মসাৎ করা হয়েছিল। মোট এইভাবে মার্কেট থেকে ৯৩ কোটি টাকা তছরুপ করা হয়। মুরুগেশ কে সম্প্রতি গুজরাটের ভাদোদারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই আর্থিক প্রতারণা চলত। সেই ব্যাংকের বড় পোস্টে অ্যান্থনি কাজ করে।
অ্যান্থনি-র খোঁজে মুকুন্দ পুরের ফ্লাটে ইডির হানা।
