বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল থেকেই প্রবল বৃষ্টিতে কলকাতা ও পার্শ্বিবর্তী জেলাগুলো একরকম জলের তলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলেই এই অবস্থা তৈরী হয়েছে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। আজ বুধবার দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। আজ থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ঝড়বৃষ্টি বাড়বে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার দিনভর বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের জানাচ্ছে আগামী সোমবারের আগে দক্ষিণবঙ্গে সেভাবে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। নিম্নচাপের জেরে আজ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরে। এই সময় তাপমাত্রা খুব বেশি বাড়ার পূর্বাভাস নেই।
