বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর: দাসপুর, ডেবরার পর একই ছবি এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে।
টানা বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তার দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোনো সুরহা করেনি প্রশাসন, তাই এবার রুগীর ভরসা বাঁশের ডুলি, ঘটনাটি নারায়ণগড় ব্লকের ২নং গ্ৰামরাজ অঞ্চলের সানদেউলি এলাকার।
বুধবার সকালেই সরস্বতী সমাট নামে এক বৃদ্ধার হাটের সমস্যা হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ঢুকতে পারেনি কোন গাড়ি ওই রাস্তাতে যাতে সমস্যায় পড়তে হয় রুগীর পরিবারকে আর তারপরেই ব্যবস্থা করেন বাসের দোলার বাঁশের ডুলির উপর ভরসা করে কোনরকম জাতীয় সড়কে নিয়ে এসে গাড়ির ব্যবস্থা করে ইতিমধ্যে মেদিনীপুরের স্পন্দন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে রগীকে।
ওই এলাকার একটাই মাত্র মূল রাস্তা কোথাও যেতে হলে ভরসা এই রাস্তা আর সেই রাস্তা দীর্ঘদিন ধরে ঠিক এমনই অবস্থা কবে হুঁশ ফিরবে প্রশাসনের সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। এই ধরনের ছবি সমাজ মাধ্যমে বারবার ভাইরাল হওয়ার পরেও হুশ ফিরে নিয়ে প্রশাসনের। যে রাস্তা দিয়ে গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না সেই রাস্তাটা কি এখনো হারিয়ে তোলার মতো উদ্যোগ প্রশাসন গ্রহণ করতে পারবে না। তাহলে সাধারণ মানুষের উন্নয়নের কাজ কি হচ্ছে ? প্রশ্ন উঠছে এলাকাবাসীদের পক্ষ থেকে।
