বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ একজনকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানাযায়, ধৃতের নাম সেলিম সেখ। বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মন্ডল পুর ফকিরপাড়া গ্রামে। সোমবার ভোরে কান্দি থানার আইসি মৃনাল সিনহার নেতৃত্বে পুলিশের একটি টিম গোকর্ণ রামপাড়া মাঠ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। তারপর তাকে গ্রেফতার করে। ধৃতকে সোমবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানাযায়। কি কারণে আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে এখানে দাঁড়িয়ে ছিল তার তদন্ত করে দেখছে কান্দি থানার পুলিশ।
