বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : *বাইজিদ মন্ডল উস্থী:-* দেশ তথা বাংলায় পারস্পরিক সম্প্রীতি রক্ষা ও ভালোবাসা গাড় করার জন্য, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে মগরাহাট পশ্চিম উস্থি জি বি মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে উত্তর ঘোলা মুকামী জামাআতের পক্ষ থেকে এক মহতী ইজতেমায়ী ইফতারের আয়োজন করা হয়েছে।
এখানে প্রায় দুই শত রোযাদার দেরকে ইফতারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুরুতে দারসে কোরআন পেশ করেন জনাব রফিক উদ্দিন বৈদ্য। এখানে উপস্থিত ছিলেন ফরিদুল হক সরদার মুকামী আমীর জামাআতে ইসলামী হিন্দ উত্তর ঘোলা মুকামী জামাআত,এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক নাজিম শামসুদ্দিন খান, প্রাক্তন ব্লগ নাজিম রফিক উদ্দিন বৈদ্য, সহকারী ব্লক নাজিম ইসমাইল সরদার, প্রাক্তন এসআই ওর জেলা সভাপতি মাস্টার জিয়াউর রহমান মোল্লা,প্রাক্তন এস আই ও এর ব্লক প্রেসিডেন্ট মনোয়ার হোসেন মোল্লা,বিশিষ্ট সমাজসেবী ডা: তারিক জামান প্রমুখ।
রমজানের মহত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্লক সভাপতি ফরিদুল হক সর্দার। তিনি দেশ তথা বাংলায় পারস্পরিক সম্প্রীতি রক্ষা করা ও ভালোবাসা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন এই ওয়াকফ সম্পত্তি মুসলিম উম্মাহর জন্য বিশেষ ভাবে রেখে গেছেন আমাদের পূর্ব পুরুষরা। এখন একটা বিজেপি সাম্প্রদায়িক সরকার দেশ চালাচ্ছে সে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানান রকম ইস্যু নিয়ে হয়রানি করার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি আমাদের ওয়াকফ সম্পত্তি দখল করার চেষ্টা করছে এই সরকার। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে ন্যায়ের পথে এগিয়ে যাবো।