বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শীত বস্ত্র বিতরণ করা হলো। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ এবং মহিলা
তৃণমূল কংগ্রেস সভাপতি সুস্মিতা বোস মৈত্রের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন স্বামীজীর জন্মদিন, ভারতবর্ষের ইতিহাসে মনে রাখার মত দিন, তার জন্মদিন কে স্মরণ করে রাখতেই আমাদের এই উদ্যোগ। জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুস্মিতা বোস মৈত্র জানালেন আমাদের কাছে স্বামীজী স্বামী বিবেকানন্দের আদর্শ শিখবার মতন। তিনি তার জীবনের মধ্য দিয়ে আমাদের অনেক কিছু শিখিয়েছেন আমাদের অনেক কিছু দেখিয়ে গেছেন, তার সিকি ভাগ ও যদি আমরা করে কাজে দেখাতে পারি তবে বুঝবো অনেকটাই করলাম। আমাদের কাছে বিশেষ করে আমাদের মত মানুষের কাছে দুস্থদের শীতবস্ত্র দান করা একটা স্মরণীয় কাজ হিসেবেই রাখা উচিত। তাই আজকের দিনে, আজকের মত বিশেষ দিনে সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে।