বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
মহিলা প্রিমিয়ার লিগের দিনক্ষণ চূড়ান্ত হলেও আইপিএলের সূচি নিয়ে জটিলতা অব্যাহত। কারণ লোকসভা ভোট। সাধারণত মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় আইপিএল। এবার ২২ মার্চ থেকে আইপিএল শুরু করার চিন্তাভাবনা করছে বিসিসিআই। কারণ জুনের শুরুতেই টি২০ বিশ্বকাপ আছে। কিন্তু এবার নির্ধারিত সময়ে ভারতের মাটিতে পুরো আইপিএল হওয়া নিয়ে কিছুটা সংশয় আছে, কারণ লোকসভা ভোট।
দেশজুড়ে লোকসভা ভোটের আবহে আইপিএলের মতো মেগা ইভেন্ট আয়োজন করা একটু কঠিন। আইপিএল নিয়ে বিকল্প প্ল্যানও তৈরি রাখতে চাইছে বিসিসিআই। দুটি পর্যায়ে আইপিএলের সূচি প্রকাশ করা হতে পারে। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধৱা হয়েছে। আইপিএলের প্রথমার্ধ ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বিসিসিআই লোকসভা নির্বাচন ২০২৪ তারিখগুলি পর্যবেক্ষণ করে দুটি অর্ধে আইপিএল সময়সূচী প্রকাশের কথা ভাবছে৷
বিসিসিআই ২০২৪ সালের সময়সূচী চূড়ান্ত করার জন্য লোকসভা নির্বাচন তারিখগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২২ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও বিসিসিআই সময়সূচী নিয়ে নীরবতা পালন করেছে। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যে ভারতীয় বোর্ড সূচির প্রথমার্ধ প্রকাশ করার পরিকল্পনা করছে। আর সব ম্যাচই থাকবে ভারতে।তবে দ্বিতীয় পর্বের ম্যাচগুলির সঙ্গে ভোটের দিনক্ষনের সংঘাত হলে বিদেশে আইপিএল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইপিএলের চলছে আলোচনা ও পরিকল্পনা। আমরা নির্বাচনের তারিখের বিষয়ে স্পষ্টতার জন্য অপেক্ষা করছি যাতে আমরা চূড়ান্ত পরিকল্পনা করতে পারি। তবে নির্বাচনের তারিখ প্রকাশে খুব বেশি সময় লাগলে, আমরা আইপিএলের সূচির একটি অংশে ঘোষণা করতে পারি। কেউ চায় না আইপিএল বিদেশে হোক এবং আমরাও আগ্রহী নই। আমরা শীঘ্রই সবকিছু চূড়ান্ত করব।
ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) সর্বশেষ আপডেট অনুসারে, এপ্রিলের মাঝামাঝি সাধারণ নির্বাচন শুরু হতে পারে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক ১৬ এপ্রিল একটি অস্থায়ী তারিখ সহ একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন যার মাধ্যমে তারা সবকিছু প্রস্তুত করার পরিকল্পনা করেছেন।
এর আগে বেশ কয়েকবার আইপিএল হয়েছে দুবাইয়ে। অতীতে ২০১৪ ও ২০১৯ সালে লোকসভা নির্বাচনের জন্য বিদেশে হয়েছে আইপিএল। কখনও পুরো টুর্নামেন্ট, কখনও বেশ কিছু ম্যাচ। আবার ২০০৯ সালে নির্বাচনের সময়ে পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবারও বোর্ড ঠিক করে রেখেছে, লোকসভা নির্বাচনের সময়ে যদি ম্যাচ আয়োজনে প্রশাসনিক সমস্যা হয়, তা হলে কিছু ম্যাচ বিদেশে আয়োজিত হবে।