বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
মুক্তি পেয়েছে দীপিকা-হৃত্বিকের ফাইটার। ইতিমধ্যেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইহই শুরু করে দিয়েছে। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই ছবিটি মুক্তি পেয়েছে। এদিকে আবার বড় পর্দাকে টক্কর দিতে ময়দানে নামছে OTT প্ল্যাটফর্মও। প্রজাতন্ত্র দিবসে ওটিটি মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের।
২০২৩ সালের সবচেয়ে হিট ছবির তালিকায় রয়েছে রণবীর কাপুরের অ্যানিম্যাল। বক্স অফিসে ৭০০ কোটি টাকা কালেক্ট করেছে। রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, তৃপ্তি দিমিরি, ববি দেওয়ল। অ্যাকশনে ভরপুর ছবিটিতে একেবারে আলফা মেল ক্যারেক্টারে দেখা গিয়েছে রণবীর কাপুরকে। বছরের শেষে ধমাকা দিয়েছে রণবীরের অ্যানিম্যাল।
শাহরুখের জওয়ান, সানি দেওলরে গদর-২কে জোর টক্কর দিয়েছে ছবিটি। সেই ছবিটি ওটিটি মুক্তি পেতে চলেছে। প্রথমে আইনি জটিলতা তৈরি হয়েছিল অ্যানিম্যাল ছবির মুক্তি ঘিরে। পরে সেই জটিলতা কাটিয়ে উঠেছে ছবিটির প্রস্তুতকারী সংস্থা। সেই সব আইনি জটিলতা কাটিয়ে অবশেেষ ওটিটি মুক্তি পেতে চলেছে ছবিটি।
প্রজাতন্ত্র দিবসে নেটফ্লিক্সে মুক্তি পাবে রণবীরের অ্যানিম্যাল। অর্থাৎ ২০২৩ সালের ব্লকব্লাস্টার হিট ছবি এবার একেবারে মুঠোফোনে বা ঘরে বসেই স্মার্ট টিভিতে দেখতে পাবেন সকলে। হিন্দিতে তো মুক্তি পাবেই কার সঙ্গে মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লম এবং কন্নড়ে। পরিচালক সন্দীপ রেড্ডির ছবি অ্যানিম্যাল।
বক্স অফিসে মেগা হিটের পরেও এই ছবি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রণবীর কাপুরকে যেভাবে দেখানো হয়েছে ছবিতে সেই চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। রণবীর এবং তৃপ্তি দিমিরির ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে ছবিটিতে। এদিকে আবার ছবিটিতে ববি দেওলের অভিনয় নিয়েও প্রশংসা হয়েছে। দীর্ঘদিন অন্তরালে থাকার পর যেভাবে কামব্যাক করেছে সেটা নিেয়ও প্রশংসা হয়েছে। ছবির একাধিক গান বেশ হিট করেছে। কাজেই প্রজাতন্ত্র দিবসে জোর টক্কর হতে চলেছে ফাইটারের সঙ্গে।