বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে কিছু সময় কাটাতে চাইছেন? কিন্তু বাজেট খুব বেশি নেই? চিন্তা করবেন না। কম খরচ মানে ৪০ থেকে ৮০ হাজার টাকার মধ্যেই মোটামুটি যে দেশগুলি ঘোরা যাবে সেগুলির নাম শুনলেও তাক লেগে যাবে।

 

 

 

বিয়ের সময় প্রচুর টাকা ব্যয় যখন করেই ফেলেছেন তাহলে চেষ্টা করুন হানিমুনে বাজেট মেনে চলতে। চল্লিশ হাজার টাকায় বিদেশ ভ্রমণ যদি হয়েই যায় তাহলে তো দারুণ হয়। আমাদের আজকের জায়গা তাই মালদ্বীপ। করোনা মহামারি পরবর্তী সময়ে মালদ্বীপ বেড়াতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন মালাইকা অরোরা, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফরা। নিজের নিজের সোশ্যাল মিডিয়ায় বিকিনি এবং সুইম স্যুট পরে একের পর এক ছবি পোস্ট করার যেন ধূম পড়ে গিয়েছিল তাঁদের মধ্যে। তাঁদের সেসব গ্ল্যামারাস ছবি দেখে মালদ্বীপ যাওয়ার ইচ্ছে জাগে অনেকের মনেই। তা যেতেই পারেন সেখানে। মালদ্বীপের সরকারের সঙ্গে আমাদের দেশের সরকারের পর্যটন সহ একাধিক ক্ষেত্রে নানা চুক্তি হয়েছে।

মালদ্বীপ যাওয়ার জন্য প্রাথমিক কিছু জটিলতা সহজেই ক্ষতিয়ে ওঠা যায়।

দুই দেশের সরকারের চুক্তি অনুযায়ী মালদ্বীপে প্রবেশ করতে হলে ভারতীয় নাগরিকদের কোনও ভিসা লাগবে না। গরমে সেখানকার পরিবেশ বেশ মনোরম। মালদ্বীপের প্রাকৃতিক পরিবেশ, সমুদ্রতট এবং অত্যাধুনিক রিসর্ট ছুটি কাটানোর জন্য আদর্শ। হালকা রোদ গায়ে মেখে চিলড্ বিয়ার বা ডাবের জল খেতে খেতে রোম্যান্স করুন কিংবা চাঁদনি রাতে ওয়ানের সঙ্গে রোম্যান্টিক ডিনারে মাতুন। মালদ্বীপ যাওয়ার বিমান ভাড়া একটু ট্যালি করে নিতে হবে। বিশেষ ছাড় কিংবা অফারে টিকিট কিনতে পারলে খরচ অনেকটাই বাঁচবে। ব্যক্তিগত আইল্যান্ডের পরিবর্তে পাবলিক আইল্যান্ডে বাস করলে৪০,০০০ টাকার মধ্যেই মালদ্বীপ ভ্রমণ হয়ে যাবে। ভারতীয় নাগরিকরা মালদ্বীপে পৌঁছেই ভিসা জোগাড় করে নিতে পারবেন।

তাই আর দেরি নয়,এবার চলুন মালদ্বীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *