বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক; এমন ঘটনা অবশ্যই একটা অফবিট নিউজ। দোকানে দামি অনেক কিছু ছিল, কিন্তু চোরের পছন্দ শুধুই সিগারেট। হয়তো বছর খানিকের সিগারেট সঞ্চয় করতে চেয়েছিল।নেশা যে বড়ো বালাই।
কিন্তু ভাগ্য প্রতিকূল। এখন তারা পুলিশের হেফাজতে। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকায়। চোরের কীর্তিতে তাজ্জব সকলে। কারণ, দামী জিনিসপত্র নয়, চোর ৬টি দোকান হাতড়ে নিয়ে গেল শুধুই সিগারেট। এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁতিহাল এলাকার পরপর ৬টি দোকান। কোনওটি পানের, তো কোনওটি আবার স্টেশনারি। আবার একটিতেই শুধুমাত্র পাওয়া যায় সিগারেট। গত বৃহস্পতিবার সকালে ওই দোকানগুলি খুলতে আসেন ব্যবসায়ীরা। তাঁরা দেখেন একটি অ্যাসবেসটাস ভাঙা আবার কোনওটির দরজার তালা ভেঙে পড়ে রয়েছে। তাড়াতাড়ি দোকান খুলে দেখে অন্য কিছুই খোয়া যায় নি,কিন্তু চোর নিয়ে গেছে কয়েক হাজার টাকার সিগারেট।
থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীরা। অভিযোগ পাওয়া মাত্রই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। তার সূত্র ধরেই তদন্ত শুরু হয়। তিনজনকে চিহ্নিত করে পুলিশ। গ্রেপ্তারও করা হয় তাদের। নেশার জ্বালায় যে কেউ এমন কাজ করতে পারেন, তা ভেবেই তাজ্জব প্রায় সকলেই। এর আগে টিটাগড়েও চোরের কীর্তিতে তাজ্জব হয়ে যান অনেকেই। সেখানে বন্ধ স্কুল থেকে নগদ টাকা না পেয়ে শিক্ষিকার রেখে যাওয়া চিপস খেয়ে পালিয়ে যায় চোর। এমন বিচিত্র চোর দেখে সকলেই অবাক।