বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বন্দিচুক্তি নিয়ম মেনে বাংলাদেশ ইতিমধ্যে মৌখিকভাবে শেখ হাসিনাকে চাইলেও এবার একদম আইন মেনে বাংলাদেশ এগোচ্ছে।

 

আজ সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানেই তিনি শেখ হাসিনাকে ফেরানোর জন্য আবেদন করার কথা জানান। এই বিষয়ে বাংলাদেশ বিদেশমন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রসঙ্গত স্মরণীয়, রবিবারই প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল (Interpol)। একই সঙ্গে তাঁর বোন, ছেলে সহ একাধিক জনের বিরুদ্ধেও নোটিশ জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত ১৭ অক্টোবর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু ভারতের আশ্রয়ে হাসিনা থাকায় গ্রেফতার করা যায়নি। এরপরেই বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের দ্বারস্থ হয় বাংলাদেশ পুলিশ। এখন দেখার শেষ পর্যন্ত বিষয়টা কোন দিকে যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *