বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নিশ্চই চমকে গেলেন? চমকানোরই কথা! কিন্তু ঘটনাটা বাস্তব বলেই আজকের অফবিট নিউজ। ঘটনাটি কোনো গ্রামের নয়, কলকাতা শহরের। পুলিশ জানিয়েছে, গত ২৭ নভেম্বর ছিল ওই বিয়েবাড়ি।

 

 

মেয়ের বিয়ে উপলক্ষ্যে ভালোই বন্দোবস্ত করেছিলেন পরিবারের লোকেরা। প্রায় সাড়ে পাঁচশো লোক আমন্ত্রিত ছিলেন বিয়েবাড়িতে। সময়মতো বিয়ের সব আচার পালন করা হয়েছিল। বিয়েবাড়ি সাজানো হয়েছিল ফুল আর আলো দিয়ে। বিকেলের মধ্যেই খাবার নিয়ে পৌঁছে যাওয়ার কথা ছিল ক‌্যাটারিংয়ের লোকেদের। কিন্তু সন্ধ‌্যা পার করার পরও দেখা মেলেনি কারও। অথচ আমন্ত্রিতরা আসতে শুরু করেছেন। কিছুদিন আগেই ক‌্যাটারিং সংস্থার মালিককে আগাম ৫ লাখ ৯১ হাজার টাকা দেওয়া হয়। বারবার ফোন করা সত্ত্বেও পাওয়া যাচ্ছিল না ক‌্যাটারিং সংস্থার কাউকে। শেষ পর্যন্ত সংস্থার কর্তাদের ফোন বন্ধ। একবার ভেবে দেখুন সেই মুহূর্তে অনুষ্ঠান বাড়ির অবস্থা কি হচ্ছে?

বর যাত্রীদের ও অন্যান্য আমান্ত্রিতদের খাবার কি ব্যবস্থা করা যায়? উদ্বিগ্ন কন্যাপক্ষ। যদিও কনের পরিবারের কর্তারা খাবার নিয়ে এসে নিজেদের সম্মান বাঁচান। যদিও আগাম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রঙ্গন নিয়োগীর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করে। ওই ক‌্যাটারিং সংস্থার কর্তার সন্ধানে চালানো হয় তল্লাশি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *