বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে স্কুলগুলোকে নিয়ে সমস্যায় স্কুল শিক্ষকেরাই। সমস্যায় শিক্ষিকারাও। বরাদ্দ ঘোষণা হয়ে গেছে, কিন্তু কবে থেকে মিড ডে মিলে বরাদ্দ ঘোষণার খাবার আসবে? সেটা নিয়ে দ্বিধা বিভক্ত প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা।
কবে থেকে পাওয়া যাবে মিড ডে মিলের ঘোষণা অনুযায়ী বরাদ্দ জানেন না কেউ। স্কুলে বার্ষিকী পরীক্ষার সমাপ্তির পরে নতুন ক্লাসে ওঠার আগে সাধারণত এই বিষয়গুলো স্থির হয়ে যায়। তারপরেই বরাদ্দ অনুযায়ী খাবার দেওয়া হয়, কিন্তু এবার এতদিন পরেও ও সোনা অনুযায়ী আসেনি খাবার। জানা গেছে উত্তরবঙ্গের সব স্কুলের ই একই অবস্থা। সমস্যা হয়ে গেছে, কিন্তু সমাধান করার কেউ নেই। এমনিতেই শেষ ছয় মাসে, ছাত্র-ছাত্রীদের পাতে কিছু জেলা ছাড়া সব জেলাগুলিতেই মিড ডে মিলের পরিস্থিতি ভয়াবহ, সেই তুলনায় দার্জিলিং জেলা অন্যান্য জেলাগুলির থেকে অনেকটাই এগিয়ে। ঘোষনার পরেও কেন এত দেরী লাগছে সেটা নিয়েই সন্ধিহান সকলে। তবে জানতে পারা গেছে, জানুয়ারি মাস থেকেই হয়তো মিড ডে মিলের ঘোষণা অনুযায়ী খাবার ছাত্রছাত্রীদের পাতে পৌঁছাবে। উত্তরবঙ্গের প্রাথমিক স্কুলগুলিতে, এমনিতেই ভয়াবহ অবস্থা ছাত্র-ছাত্রীদের। সংখ্যা দিনে দিনে কমতে শুরু করেছে, একমাত্র ভরসা ছিল মিড ডে মিল। সেটাও কমে যাওয়ায় সমস্যায় সকলে। কিভাবে সমাধান হবে জানেন না কেউই, সকলেই সময়ের উপর ভরসা করে বসে আছেন।