বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ডিসেম্বর শেষের দিকে। এড়িয়ে আসছে গঙ্গাসাগর স্নান। এই নিয়ে সব পক্ষকে নিয়ে নবান্নে সভা করেন মুখ্যমন্ত্রী। এবছর গঙ্গাসাগর মেলা পড়েছে ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি।
পুণ্যস্নান ১৪ জানুয়ারি ৬টা ৫৮ মিনিট থেকে পরদিন সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। এদিন নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “বার বার বলা সত্ত্বেও গঙ্গাসাগর জাতীয় মেলার তকমা পাচ্ছে না। আমাদের পুরো টাকা খরচ করতে হয়। তাও আবার চিঠি দেব।” একইসঙ্গে তিনি জানান, মুড়িগঙ্গার উপর সেতু করতে সার্ভে হয়ে ডিপিআর হয়ে গিয়েছে। চার লেনের এই সেতুর জন্য খরচ পড়বে দেড় হাজার কোটি টাকা। নাম হবে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য পর্যাপ্ত বাস, লঞ্চ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, ২ হাজার ২৫০টি সরকারি বাস চলবে। ২৫০টি বেসরকারি বাস থাকবে পুণ্যার্থীদের জন্য। এছাড়া ১০০টি লঞ্চ, ৯টি বার্জ ও ৩২টি ভেসেল থাকবে। ২১টি জেটি ব্যবহার করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। গঙ্গাসাগর মেলায় ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি আরতি হবে। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। তাঁদের যেন কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে হবে। গঙ্গাসাগর মেলায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। মমতা জানান, আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য ৩৫০টি শয্যা থাকবে। ১৩০ শয্যার ৫টি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র থাকবে। সব মিলিয়ে আয়োজন প্রায় শেষের দিকে।