বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার। তবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কলকাতায় বৃদ্ধি পেয়েছে সাড়ে চার ডিগ্রির মতো। এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একদিকে উত্তরে হাওয়ায় বাধা এবং সেখানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় এই পরিস্থিতি।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কালিম্পং-এ হতে পারে হাল্কা বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদের আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে, এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।