বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আবার শীতঘুম ভেঙেছে ইডির। মঙ্গলবার সকাল থেকেই আবার শুরু হয়েছে ইডির তৎপরতা। দমদমের গোরাবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকাল সকালই চলল ইডির অভিযান।
৪৯ ডা. এস পি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডি-র একটি দল ৷ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ। তবে শুরুতেই এদিন ব্যবসায়ী বা তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডি-র অফিসাররা ৷ বাড়ির গেটের সামনেই এদিন অপেক্ষা করতে হয় ইডির টিমকে । জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও। দমদমের পাশাপাশি বালিগঞ্জের ম্যান্ডেভিলে গার্ডেনেও ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালাল মঙ্গলবার সকালেই। এখানে দুটো গাড়ি আসে ইডি-র। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই ইডির অভিযান বলে খবর। হাওড়া, নিউ আলিপুর, বালিগঞ্জ, গোরাবাজার-সহ আরও বেশ কিছু জায়গায় আজ, মঙ্গলবার সকাল থেকেই চলল ইডি-র অভিযান। খবরে প্রকাশ, ইডির বিরাট বাহিনী এই মুহূর্তে কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।