বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অবশেষে সংসদে বিজেপির পক্ষ থেকে পেশ করা হলো ‘এক দেশ এক নির্বাচন’ বিল। তা নিয়ে মুহূর্তে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 

তিনি স্পষ্ট করে বলেন, ‘এই প্রস্তাবিত বিলটি সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করছে এবং যদি এমন কোনও বিল আসে যা সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে এবং যেটা অতি-বিদ্বেষী। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাজ্য সরকার এবং রাজ্য বিধানসভা কেন্দ্রের অধীনস্থ নয়। সরকার বা সংসদের কাছে তারা অধীনস্থ নয়। এই সংসদের সপ্তম তফসিলের তালিকা এক এবং তালিকা তিনটির অধীনে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। একইভাবে, রাজ্য বিধানসভার সপ্তম তফসিলের তালিকা দুটির অধীনে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে এবং তালিকা তিনটিরও রয়েছে। অতএব, এই প্রক্রিয়ার মাধ্যমে, রাজ্য বিধানসভার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হচ্ছে।’ শুরু হয় বিতর্ক।

এই বিল পেশ করার পরে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাব করেন, এই বিলগুলি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো উচিত। উল্লেখ্য, আজ লোকসভায় সংবিধান (একশত উনবিংশ সংশোধনী) বিল, ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধন) বিল, ২০২৪ পেশ করা হয়। এই বিল দু’টি সংসদে পেশ হতেই কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টির সাংসদরা বিরোধিতায় সরব হন।
এদিকে এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের পোস্টে লেখেন, ‘এখন সংবিধান নিয়ে আলোচনা জারি আছে সংসদে। এরই মাঝে বিজেপি ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আনার নির্লজ্জ প্রচেষ্টা চালাবে। এটা গণতন্ত্রের ওপর একটি নির্লজ্জ হামলা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *