বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারত ও বাংলাদেশ জলসীমা অতিক্রম করে মাঝে মাঝেই সমস্যায় পরেন দুই দেশের মৎস্যজীবীরা। এই মুহূর্তে ভারত বাংলাদেশের কূটনৈতিক অবস্থা প্রায় তলানিতে।

 

সেই পরিস্থিতিতে প্রায় ২ মাস ধরে ভারতের ৯৫ জন মৎস্যজীবী আটক আছে বাংলাদেশে। এবার তাঁদেরই ফেরাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। শীঘ্রই গ্রেফতার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানো হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। , মৎস্যজীবীরা পড়শি দেশে গ্রেফতার হতেই অসহায় অবস্থার মধ্যে পড়ে তাঁদের পরিবারগুলি। তার উপরে বর্তমান পরিস্থিতিও ভাল নয়। চিন্তায় তাদের পরিবার ও প্রতিবেশিরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরই তাঁদের ভারতে ফিরিয়ে আনার জন্য তৎপর হন। কেন্দ্র সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশে আটক মৎস্যজীবীর পরিবারের সদস্য ননি দাস বলেন, “মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যদি পরিবারের সদস্যরা যদি ফিরে আসে তাহলে উপকার হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই উদ্যোগ নিয়েছেন এতেই স্বস্তি।” এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দফতর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করা হয়। বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ খবর নেন। তৃণমূল বিধায়ক বলেন,”মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন এসেছিল। অসহায় মৎস্যজীবীর পরিবারের সদস্যরা কেমন রয়েছেন তা জানতে চেয়েছেন তিনি। শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *